
অনেক তর্কাতর্কি ও ভাবনাচিন্তা করার পরে শেষ পর্যন্ত বন্ধু শরদিন্দুর সঙ্গে একমত হয়েই এই পোস্টটা দিচ্ছি। সফটওয়ার আপগ্রেড করার সময় বন্ধু শরদিন্দু পরামর্শ দিয়েছিল ইউজার ডোনেটের জন্য কোনও একটা ব্যবস্থা করতে, যদি কেউ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যৎকিঞ্চিত আর্থিক সাহায্য যদি করতে চায়, তবে তার জন্য অন্তত একটা সুযোগ দিতে। প্রসঙ্গতঃ, আগামী মে মাসে আমাদের সার্ভার হোস্টকে বার্ষিক পেমেন্ট করতে হবে, ১৫.৯৫ ডলার ভারতীয় টাকায় প্রায় ১১৫০টাকা(বর্তমান হিসাবে)। এদিকে এড থেকে প্রাপ্ত অর্থ হাতে পাওয়ার মত যথেষ্ট হয়ে ওঠেনি। বস্তুতঃ , এড থেকে প্রাপ্ত অর্থ হয়ত কোনোও দিনই হাতে আসবে না। তিনটি এড থেকে যথাক্রমে $0.99 , $0.01 ও $0.17 এসেছে যা এদের পেমেন্ট পাওয়ার (৫ডলার)ধারে কাছেও আসতে পারেনি।
যাইহোক, এহেন পরিস্থিতিতে, আমি শরদিন্দুকে কথা দিয়েছি, ওই পরিমানের অন্তত ২৫০-৩০০টাকা ওকে দেবার চেষ্টা করব যে করেই হোক। অবশ্য ও বলেছে, আমার কাছ থেকে নেবে না। তারপরই ঠিক করি তড়িঘড়ি ইউজার ডোনেশন সিস্টেম চালু করার। এজন্য আমি আপাতত শরদিন্দুর paypal.me অ্যাকাউন্টটি ব্যবহার করছি ওর অনুমতি নিয়েই আর যদি কোনোও ইউজার দয়া করে পেইপালে আমাদের ডোনেট করেন, তবে তাকে আমরা তার ডোনেট অ্যামাউন্টx১৫ হিসেবে ক্রেডিট ব্যালান্স দেবো। এই সিস্টেমটি অটোমেটিক নয়, আপাতত। ডোনেট হয় গেলে ইউজার তখন ডোনেটের স্ক্রীনশট ও অ্যামাউন্ট লিখে আমাদের Order করলে, শরদিন্দু তখনই বিষয়টা ভেরিফাই করে Order অ্যাপ্রুভ করে দেবে আর ইউজারের অ্যাকাউন্টে ওই পরিমাণ ক্রেডিট জমা হয়ে যাবে।
সেই সঙ্গে আরও একটি কথা, এড নেটওয়ার্কের এডের পরিমান বেঁধে দিয়েছি। ফলে এখন আর যথেচ্ছ এড পপ আপ হবে না। দিনে মাত্র দুটি বা তিনটি এড আসবে ও সেইমত অল্প এডভিউ ক্রেডিট জমা হবে আজ থেকে আগামী কয়েকমাস। পরে আবার এই ব্যবস্থা বন্ধ করে দেবো, ইচ্ছে আছে।
সংযোজনUPI নিয়ে অনেক ভাবনা চিন্তা ও রেজিস্টার করার চেষ্টা করা হলেও আমি বা শরদিন্দু কেউই সফল হতে পারিনি এখনও পর্যন্ত। আজ সকালে BharatPe App ব্যবহার করে রেজিস্টারে সফল হলাম। টেস্টিং অ্যামাউন্টও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এল। কিন্তু কোনোও ভিপিএ বা উইজার আইডি পেলাম না। একটা QR কোড পেলাম, কিন্তু তাতে মাঝে BharatPe এর লোগো লাগানো আছে। কোডটা কাজ করবে কিনা বুঝতে পারছি না। সাধারণতঃ QR কোডে এরকম কিছু থাকার তো কথা নয়। তবে জানি না। যাই হোক, অন্য উপায় না দেখে শেষ পর্যন্ত শরদিন্দুর PayTM এর Merchant অ্যাকাউন্ট অ্যাকটিভেট করলাম। এটা ওই BharatPe এর মতই, টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। QR কোডটা কাজ করছে। তবে পেমেন্ট ঠিকঠাক হবে কিনা বুঝতে পারছি না। যাই হোক, QR কোডটা Profile->Add Balance সেকসানে দেয়া হল। যদি সফল হয়, তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর একটা কথা, PayTM কোডের মাধ্যমে শরদিন্দুর ফোন নং দৃশ্যমান হচ্ছে। তবে দয়া করে ওকে ফোন করে বিরক্ত করবেন না, এটা আমার বিনীত অনুরোধ।
amra jara Bharate achhi paypal use kora hoy na.onyo kono payment option (paytm/googlepay/amazon etc.) samvob ki?ami interested
paytm তখনই কাজ করবে যদি তা আধার ভেরিফায়েড হয়। নইলে UPI সিস্টেম অ্যাকটিভেট করতে হবে। আমাজনেও upi ছাড়া টাকা পাঠানো হয় না। তবে আমাজন গিফটকার্ড সম্ভবত কাজ করে। গুগলপে এর বিষয়টা আমার কাছে স্পষ্ট নয়। বিষয়টা জেনে নিয়ে দেখছি। তবে যদি আপনাদের জানা থাকে, আমাকে জানান। আমি যতটা সম্ভব চেষ্টা করছি। শরদিন্দুকেও জানাচ্ছি এ ব্যাপারে কিছু করা যায় কিনা।
@som0303 আমি ও শরদিন্দু ভারতে থাকি আর পেপল ব্যবহার করি। তবে কদাচিত। শরদিন্দু সবসময়ই নেটব্যাঙ্কিং ব্যবহার করে। পেপল ব্যবহারের সময়ও। তবে কাউকে টাকা পাঠাতে পেপল কি কি অপশন দেয়, আমার জানা নেই। শরদিন্দু যখন সার্ভারের পেমেন্ট করেছিল, তাও পেপলে ভারচুয়াল ক্রেডিট কার্ড ব্যবহার করে। এর বিষয়ে বিষদ কিছু আমার জানা নেই।